শীত তোমাকে ভালোবাসি খুব ভালোবাসি
আমি জানি তুমি অসহায় আমাকে ছাড়া
আর ভালোবাসি বলেই লেপ মুড়িয়ে
জড়িয়ে আমার কতশত কথোপকথন
তবু কেন তুমি মাঝে মাঝে দুরে চলে যাও
বা চলে যাওয়ার বাহানা করো?
প্লিজ কাছে থাকো ভালোবাসো
রোদ থেকে দুরে থাকো ত্বকের যত্ন নাও…
জহির খান