আমার ভীষণ ইচ্ছে তোমার সাথে চিলেকোঠায় থাকার। চিলেকোঠার সুবিধা কি জানো? চিলেকোঠায় থাকা মানে ছাদটিই আমাদের। ছাদের গেইট সবসময় লক করে রাখবো আমাদের কেউ ডিস্টার্ব করতেই পারবেনা। ছাঁদ জুড়ে থাকবে নানান রকমের ফুলের টব । আর তার পাশেই তোমার জন্যে একটা দোলনা। গ্রীষ্মের দিনে সারাদিন রুমে বসে দুজন টিভি দেখবো লুডু খেলবো। পিঠে পিঠ ঠেকিয়ে হেলান দিয়ে বসে অনলাইনে একজন অন্যজনের সাথে কথা বলব। বিকেলে ঘুরতে বেরোবো। সন্ধ্যা নামলে পাখিরা জোড়া বেধে যেমন নীড়ে ফেরে ঠিক তেমনি তুমি আমি চিলেকোঠায় ফিরবো। রাতে দোলনায় পাশাপাশি বসে আমার কাঁধে মাথা রাখবা আমরা আকাশের চাঁদটা উপভোগ করবো আর দুজন দোলনায় দোল খাবো।
এম.এস আরিফ