আমি এলোমেলো হয়ে গিয়েছি
ঝরে পড়া পাতার মতো,
কিন্তু; নিজেকে সামলে নিয়েছি
পিছুটান ছিল যত!
আমি চৌচির হয়ে গিয়েছি
ভেঙ্গে পড়া কাঁচের মতো,
কিন্তু; লুকিয়ে নিয়েছি সবার আড়ালে
যন্ত্রনাময় মনের ক্ষত!
আমি সাগরের মতো হাওমাও করে
এখন আর কাঁদিনা,
কিন্তু; আঁধারে ভরা নিশ্চুপ রাতে
নয়নের স্রোত সামলাতে পারিনা!
আমি যুগলবন্ধির তরে
তব পিছু এখন আর ঘুরিনা,
কিন্তু; তুই ছাড়া মম এজীবন
আজও কল্পনা করিনা!
আমি পাগলের মতো এখন আর
তোর চোখে চোখ রাখিনা,
কিন্তু; আমি নাছোরবান্দা ছায়ার মতো
এটা তুমি বুঝবেনা!
আমি আকাশের মতো বিশাল হৃদয়
বানাতে এখন সাধনা করি,
আমি মাটির মতো ধৈর্য ধরেছি
একদিন সব দিবই পাড়ি!
এম.জাকারিয়া আহমেদ